শনিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় ডাক্তার সুলতান আহমদ সিরাজীর বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্কুর আশারতলী গ্রামের গুরা মিয়া (প্রকাশ লাল গুরাইয়ার) ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সোনাইছড়ির দুর্গম জারুলিয়াছড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রসহ শুক্কুরকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম তৌহিদ কবির বাংলানিউজকে জানান, আটকৃত ওই সন্ত্রাসীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি