ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গণতন্ত্র কেবল ব্যবস্থা নয়, সমৃদ্ধিলাভের বাহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
গণতন্ত্র কেবল ব্যবস্থা নয়, সমৃদ্ধিলাভের বাহন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে: গণতন্ত্র কেবল একটি ব্যবস্থা নয়, মানুষের সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার বাহন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য নিয়ে গর্বিত। আমরা গণতন্ত্রকে শুধু একটি ব্যবস্থা হিসেবে দেখি না, বরং গণতন্ত্রকে মানুষের সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার বাহন হিসেবে গণ্য করি।  

বাংলাদেশে গণতন্ত্র অর্জনের পথ কখনই মসৃণ ছিল না উল্লেখ করে তিনি বাংলাদেশের মানুষের স্বাধিকার আদায় ও স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন এবং দেশগড়ার পথে তার পরবর্তী লড়াই ও নির্মম হত্যাকাণ্ডের কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় নিজে নির্যাতিত-নিপীড়িত-কারাবন্দি হওয়ার কথাও তুলে ধরেন বক্তৃতায়। একইসঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্যাগ-তিতীক্ষার উপস্থাপন করেন আইপিইউ অ্যাসেম্বলিতে অংশ নেওয়া অতিথিদের সামনে।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি একমাত্র গণতন্ত্রই মানুষের মৌলিক অধিকারসমূহ পূরণ করে উন্নত জীবন নিশ্চিত করতে পারে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমইউএম/টিআই/এইচএ/

আরও পড়ুন
** বিশ্বে ৮১ শতাংশ নারী এমপি হয়রানির শিকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।