শনিবার (১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন খান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ওষুধ কোম্পানির তিন হাজার চারশো ৬১টি বোতল অ্যান্টিবায়োটিক অ্যামোক্সাসিলিন সিরাপ ও ৮২ কার্টনে ৮২ হাজার অ্যান্টিবায়োটিক ফ্লুক্লোক্সাসিলিন ফ্লুসিলিন ট্যাবলেট জব্দ করা হয়।
প্রতিষ্ঠান মেডিমেটের প্লান্ট ম্যানেজার আবু মঈন আহমেদ চৌধুরী বলেন, তারা ভুল স্বীকার করেছেন। এই উৎপাদন সঠিক হয়নি। কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মীর সানাউল হক বলেন, উচ্চ আদালতের রায়ের বিপরীতে তারা আপিল করেছেন। এর ফলাফল রোববার জানা যাবে।
বিষয়টি নিশ্চিত করে বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক তানভীর আহমেদ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালত কয়েকটি কোম্পানির কিছু ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করেন।
বাংলাদেশ সময় : ২০৫১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমএস/এএটি/বিএস