শনিবার (০১ এপ্রিল) উপজেলার রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালাম পটুয়াখালী কর অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা।
আহত সেলিম বাংলানিউজকে বলেন, আমতলী যাওয়ার পথে রজপাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে কালাম গুরুত্বর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমএস/আরআইএস/টিআই