শনিবার (০১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তিনি নির্বাচন যাবেন না বলে ঘোষণা দিলেন।
মোশাররফ হোসেন বলেন, বিএনপি-জামায়াত স্বাধীনতার বিপক্ষের শক্তি হরতাল অবরোধের নামে চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্বিচারে গাড়ি পুড়িয়েছে, চালক-হেলপারকে পুড়িয়েছে। নির্বিচারে মানুষ হত্যার কথা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি।
নির্বাচনে তারা অংশগ্রহণ করলেও তাদের ন্যাক্কারজনক কাজের জন্য জনগণ তাদের প্রত্যাখান করবে বলেও জানান তিনি।
খালেদা জিয়া আগুন সন্ত্রাস চালিয়ে স্বাধীনতা বিরোধীদের নিয়ে সরকার গঠন করতে চয়েছিলেন উল্লেখ করে মোশাররফ বলেন, আমরা সংবিধানের বাহিরে যাবো না। সংবিধানে আছে যে সরকার ক্ষমতায়, সে সরকারের অধীনে নির্বাচন হবে। কেউ যদি সেই নির্বাচন প্রতিহত করতে চায়, তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে।
মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার সেলিম, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর জামান রিপাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম আজাদ, মহিউদ্দিন রাশেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলি, মিরসরাই উপজেলা কৃষক লীগের সভাপতি শফিউল আলম খন্দকার, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাঈনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসএইচডি/আরআইএস/টিআই