বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাসায় ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ছবি: বাংলানিউজ
ঢাকা: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোরেস তারাসাইউকসহ একটি প্রতিনিধিদল।
সাক্ষাতকালে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। এতে বাংলাদেশ ও ইউক্রেনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও উঠে আসে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের ছেলে ওলেকসি পোরোশেঙ্কো এমপি ও বাংলাদেশে ইউক্রেনের রাষ্ট্রদূত ড. ইগর পলিখা।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
জেডএম
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।