ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় গ্রাম পুলিশের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় গ্রাম পুলিশের কারাদণ্ড ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় এক গ্রাম পুলিশকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য ইদ্রিস আলী গাইন (৪৫) উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বাসিন্দা।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ২৮ মার্চ (মঙ্গলবার) স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন গ্রাম পুলিশ ইদ্রিস আলী গাইন।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আস‌লে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় ছাত্রীর মা থানার লিখিত অভিযোগ দা‌য়ের ক‌রেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারেক ইসলাম ইদ্রিসকে ৩ মাসের কারাদণ্ড দেন।

বাংলা‌দেশ সময়: ২১২৪ ঘণ্টা, এ‌প্রিল ০১, ২০১৭
এমএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।