ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রানীনগর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
রানীনগর জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. আনজির হোসেনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (০১ এপ্রিল) রাত ৮টার দিকে রানীনগরের দাউদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় দাউদপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় আনজির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আনজির হোসেন একাধিক নাশকতা মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।