ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার ইমন সিয়াম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম উপজেলার আগ্রাণ গ্রামের জান্টু মিয়ার ছেলে এবং আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, বিকেলে স্কুলের বিজ্ঞান শিক্ষক শাহীন পারভেজের কাছে মৌখাড়া বাজারে প্রাইভেট পড়তে যায় সিয়াম। শিক্ষক শাহীন একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় প্রাইভেট পড়াতেন। পড়ার শেষ মুহূর্তে সন্ধ্যার দিকে ওই ভবনের ছাদে যায় সিয়াম। এসময় অসাবধানতাবসত ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

এ অবস্থায় তার সহপাঠিরা সিয়ামকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।