ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে পুড়লো ১০ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
পাঁচবিবিতে অগ্নিকাণ্ডে পুড়লো ১০ ঘর

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিলতা গুচ্ছ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ।

শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

ওসি আশরাফুল ইসলাম জানান, রাতে গুচ্ছ গ্রামের একটি ঘরে আগুন লাগলে পরবর্তীতে পাশের অন্য ঘরেও তা ছড়িয়ে পড়ে।

এতে গুচ্ছগ্রামে বসবাসরত জসিম উদ্দীন (৬০) নামে এক বৃদ্ধ আহত হন।

তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।