ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে অটোরিকশা উল্টে স্কুল শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
মিরসরাইয়ে অটোরিকশা উল্টে স্কুল শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে অটোরিকশা উল্টে নাজিম উদ্দিন (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় সিএনজিতে থাকা আরও চার যাত্রী আহত হন।

শনিবার (১ এপ্রিল) উপজেলার মিঠাছড়া-বামনসুন্দর সড়কের মিঠাছড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

সে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রোকন্দিপুর এলাকার শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানা উল্লাহ বাংলানিউজকে জানান, নাজিম বামনসুন্দর এলাকায় তার বোনকে শ্বশুরবাড়িতে দিয়ে সিএনজি অটোরিকশাযোগে নিজের বাড়িতে ফিরছিলো। মিঠাছড়া বাজারের প্রবেশ মুখে একটি গরুকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়।

এসময় নাজিমসহ যাত্রীরা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে মিঠাছড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসএইচডি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ