ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে অস্ত্রসহ ২ চরমপন্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
টাঙ্গাইলে অস্ত্রসহ ২ চরমপন্থী আটক র‌্যাবের অভিযানে আটকরা/ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা থেকে একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল ও একটি ম্যাগজিনসহ চরমপন্থী দলের সদস্য মো. সোবহান এবং জয়নালকে আটক করেছে র‌্যাব-১২।

শনিবার (২ এপ্রিল) রাত ৯টায় দাইন্যা ইউনিয়নের চৌধুরী উত্তরপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে পিস্তলটি উদ্ধার করা হয়। আটক সোবহান কাঠুয়া যুগনী গ্রামের হানিফ মোল্লার ছেলে ও জয়নাল দাইন্যা উত্তরপাড়া গ্রামের খোরশেদ আলম খসরুর ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাঠুয়া যুগনী গ্রামের চরমপন্থী দলের সদস্য মো. সোমবানকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দাইন্যা উত্তরপাড়া গ্রামের আরেক চরমপন্থী সদস্য জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাড়ির পাশের এক জমি থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।