শনিবার (২ এপ্রিল) রাত ৯টায় দাইন্যা ইউনিয়নের চৌধুরী উত্তরপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে পিস্তলটি উদ্ধার করা হয়। আটক সোবহান কাঠুয়া যুগনী গ্রামের হানিফ মোল্লার ছেলে ও জয়নাল দাইন্যা উত্তরপাড়া গ্রামের খোরশেদ আলম খসরুর ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাঠুয়া যুগনী গ্রামের চরমপন্থী দলের সদস্য মো. সোমবানকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী দাইন্যা উত্তরপাড়া গ্রামের আরেক চরমপন্থী সদস্য জয়নালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বাড়ির পাশের এক জমি থেকে মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ