ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

বান্দরবান: বান্দরবানের থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি।

শনিবার (১ এপ্রিল) বিকেলে বলিপাড়া বাজার এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অন্যদের মধ্যে ছিলেন ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাস, থোয়াইহ্লামং মারমা, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে ক্ষতিগ্রস্ত ৩১ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে এক বান করে ঢেউটিন, ৩৮ পরিবারকে ৫ হাজার করে টাকা, ১৭ পরিবারকে ২ হাজার ৫শ করে টাকা, ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ২৫ কেজি করে চাল ও আনুষঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়।

রোববার (২৬ মার্চ) গভীর রাতে থানচির বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৪ দোকানসহ ৩টি বসতঘর পুড়ে যায়।


বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।