ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কালিয়াকৈরে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (১ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দ‍ুর্ঘটনা ঘটে।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, রাতে সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক।

এসময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃতের পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট রয়েছে।  

রোববার  (২ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭।
আরএস/আরআর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।