রোববার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের তিন নম্বর মেইন পিলার এলাকায় থেকে আটক হন তিনি।
আটক মহির আলী এ ইউনিয়নের কলোনিপাড়ার (সরকারপাড়া) আব্বাস আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণ জানান, রোববার ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে আঙ্গরপোতা সীমান্তের তিন নম্বর মেইন পিলার পার হয়ে দেশে ফিরছিলেন মহির আলী। এসময় কুচবিহার-২২ বিএসএফ’র অরুন ক্যাম্পের টহলদলের সদস্যরা মহির আলীকে আটক করে নিয়ে যায়।
খবর পেয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন’র পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে বলেন, ভারতের চারশ’ গজ ভেতরে আটক হন মহির। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসআই