ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দহগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
দহগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

লালমনিরহাট: লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দলের হাতে মহির আলী (৩৮) নামে এক বাংলাদেশি আটক হয়েছেন।

রোববার (২ এপ্রিল) ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তের তিন নম্বর মেইন পিলার এলাকায় থেকে আটক হন তিনি।
 
আটক মহির আলী এ ইউনিয়নের কলোনিপাড়ার (সরকারপাড়া) আব্বাস আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণ জানান, রোববার ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে আঙ্গরপোতা সীমান্তের তিন নম্বর মেইন পিলার পার হয়ে দেশে ফিরছিলেন মহির আলী। এসময়  কুচবিহার-২২ বিএসএফ’র অরুন ক্যাম্পের টহলদলের সদস্যরা মহির আলীকে আটক করে নিয়ে যায়।  
খবর পেয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন’র পাটগ্রাম সদর কোম্পানির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
  
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে বলেন, ভারতের চারশ’ গজ ভেতরে আটক হন মহির। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো  হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।