ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও পলিথিন ধ্বংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও পলিথিন ধ্বংস মাদক ও পলিথিন পুড়িয়ে ধ্বংস-ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের মধ্যে নির্জন স্থানে এসব মাদক ও পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাদকের মধ্যে রয়েছে- ১১২ বোতল ফেনসিডিল, ৮ বোতল চোলাই মদ, ১ হাজার ৮৪ পিস ইয়াবা, সাড়ে ১৩ কেজি গাঁজা ও ১ হাজার ৪৮০ পুরিয়া হেরোইন।

এছাড়া বিক্রয় নিষিদ্ধ পলিথিন রয়েছে ১ হাজার ২৯৯ কেজি ও নকল টয়লেট ক্লিনার ভিক্সল ৬৭২ বোতল।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন ও শাহাজাদি তাহমিদার উপস্থিতিতে এসব মাদক ও পলিথিন ধংস করা হয়।

এসময় তাদের সহযোগিতা করেন উপ পরিদর্শক (এসআই) শরিফুল সোহাগ, মো. শাহিন ও মো. আতিক।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা আবেদীন বাংলানিউজকে বলেন, বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদক এবং বিক্রয় নিষিদ্ধ পলিথিন ও নকল টয়লেট ক্লিনার ভিক্সল দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের মধ্যে নির্জন স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।