রোববার (২ এপ্রিল) সকাল থেকে হঠাৎ সাধারণ শ্রমিকরা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন।
শ্রমিকরা জানান, ড্রাইভিং লাইসেন্স ছাড়া পেশাদার বা অপেশাদার চালক গাড়ি চালালে কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে ২৭ মার্চ (সোমবার) মন্ত্রিসভায় ‘সড়ক পরিবহন আইন ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ায় এ বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
সভায় আরও যেসব আইনের কথা বলা হয়েছে, সেসব আইনও বাস চলাচলের ক্ষেত্রে চালকদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কার্যকরী সভাপতি ছাদেক আহম্মদ খান বাংলানিউজকে জানান, কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। নড়াইল-যশোর-খুলনাসহ বিভিন্ন রুটে এ ধর্মঘট চলছে। শুনেছি ‘সড়ক পরিবহন আইন ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ায় শ্রমিকরা বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/আরএ