ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মাগুরায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ মাগুরায় ৩৫ শিক্ষার্থী অসুস্থ

মাগুরা: মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ও পেটে ব্যথার কারণে অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১৫ শিক্ষার্থীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকালে স্কুলে আসার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়ে।

প্রধান শিক্ষক বিমল সাহা বলেন, শনিবার শিক্ষার্থীদের সরকারি কর্মসূচির আওতায় কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।

এর পর বাড়িতে গিয়ে দু’একজন শিক্ষার্থী কিছুটা অস্বস্তিবোধ করে। রোববার সকালে স্কুলে আসার পর অ্যাসেম্বলি শেষে ক্লাসে গিয়ে শ্বাসকষ্ট, পেটের ব্যথা ও শারীরিক দুর্বলতার কথা বলে একে-একে ৩০-৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ১৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আব্দুল হালিম নামে এক আভিভাবক বলেন, শ্বাসকষ্ট ও পেটের ব্যথায় শিক্ষার্থীরা ছটফট করছে। কিন্তু হাসপাতালে ভর্তি না করে  চিকিৎসকরা বলছেন তাদের কিছুই হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নেওয়ার পথে আবারো অনেকে অসুস্থ হয়ে পড়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা. সাদুল্লাহ বলেন, দুই একজন শিক্ষার্থীর শারীরিক দুর্বলতা রয়েছে।   কৃমিনাশক ওষুধ খেয়ে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়নি। মূলত গুজবের কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।