ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সরাইলে ৭ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
সরাইলে ৭ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মো. রাহিম (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

রাহিম উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের মনু মিয়ার ছেলে এবং স্থানীয় কালীকচ্ছ পাঠশাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ২৬ মার্চ রাতের খাবার শেষে তার নিজ ঘরে ঘুমাতে যায় রাহিম।

পরদিন সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ২৭ মার্চ মনু মিয়া সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি বাংলানিউজকে বলেন, সাতদিন ধরে সব আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করেও রাহিমের সন্ধান পাইনি।

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, স্কুলছাত্র রাহিমের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।