আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান।
এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ১৬১ জন, রাজশাহীতে এক হাজার ৪০২ জন, কুমিল্লায় এক হাজার ১৫৮ জন, যশোরে এক হাজার ৪৭ জন, চট্টগ্রামে ৯০০ জন, সিলেটে ৫৪৬ জন, বরিশালে ৬৩৬ জন, দিনাজপুরে এক হাজার ১১০ জন, মাদরাসা বোর্ডে দুই হাজার ৫৯১ জন ও কারিগরি বোর্ডে এক হাজার ৫১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিন ঢাকায় দু’জন, চট্টগ্রামে একজন, মাদরাসা বোর্ডে ২১ জন, কারিগরি বোর্ডে ৪২ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
আর ঢাকা বোর্ডে একজন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় দশ শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ৩৪ হাজার ৯৪২ জন।
প্রথম দিন সকাল ১০টা থেকে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের (ডিআইবিএস) বাংলা আবশ্যিক প্রথম পত্র পরীক্ষা চলছে।
মাদ্রাসা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনালে বাংলা-২ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] ও বাংলা-১ [সৃজনশীল (নতুন/পুরাতন সিলেবাস)] বিষয়ের পরীক্ষা হচ্ছে।
এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং একাদশে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আর কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন কমার্সে দ্বাদশ শ্রেণিতে বাংলা-২ এবং একাদশে বাংলা-১ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমআইএইচ/জেডএস