ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একাত্ম বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একাত্ম বাংলাদেশ জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে একাত্ম বাংলাদেশ। ছবি: বাংলানিউজ

 ঢাকা: জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বাংলাদেশের একাত্মতার কথা পুনর্ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ সফররত ফিলিস্তিনের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে রোববার (০২ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
 
ঢাকায় চলমান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগদানের পাশাপাশি সচিবালয়ে এ বৈঠক করেন ফিলিস্তিনি প্রতিনিধিরা।


 
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ফিলিস্তিনি দলনেতা আজ্জাম আল আহমদ এমপি সম্প্রতি ইসরাইলের সংসদ নেসেটে পাস হওয়া আবাসন নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে ফিলিস্তিনের তীব্র প্রতিবাদের কথা জানান।
 
আজ্জাম আল আহমদ বলেন, এ আইনের মাধ্যমে ইসরাইলিরা ফিলিস্তিনিদের বসবাসরত ভূমি জবরদখলের সুযোগ পাবেন, যা মানবাধিকার ও জাতিসংঘ স্বীকৃত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিন আশা করে, বাংলাদেশ এ বিষয়ে মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে।
 
তথ্যমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে এ বিষয়ে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা জানান।
 
দলনেতা আজ্জাম আল আহমদ এমপির  সঙ্গে আবদেল রহিম বারহাম এমপি, ফিলিস্তিন সংসদের কর্মকর্তা বাশার সুলাইমান এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মিশন প্রধান ইওসেফ রামাদান তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।