মেয়র, কাউন্সিলর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক শেষে রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্র্মকর্তা দীপক লাল মৃধা বলেন, মেয়র, সুশীল সমাজ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টায় করপোরেশনের এনএক্স ভবনের তৃতীয় তলায় বৈঠক হয়।
বৈঠকে আন্দোলনরত নিয়মিত ও দৈনিক মজুরিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিরা তাদের বকেয়া বেতন পরিশোধ, বৈষম্য দূর, মৃত্যুর পর অনুদানসহ বিভিন্ন দাবি নিয়ে কথা বলেন।
শান্তিপূর্ণভাবে এ বৈঠকে মেয়র সার্বিক বিষয় বিবেচনা করে দৈনিক মজুরিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের ২ মাসের বকেয়া বেতন ও নিয়মিতদের ২ মাসের বকেয়া বেতন প্রদান করে ৫টি প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়ার কথা বলেন। পাশাপাশি চলতি মাসের ২৫ তারিখের মধ্যে আরো একটি বকেয়া বেতন পরিশোধ করার কথা বলেন।
এছাড়া বাকি দাবিগুলো নিয়ে পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে আশ্বস্ত করেন মেয়র।
এদিকে সভা শেষে সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল বলেন, আন্দোলনকারী স্টাফদের দাবি দাওয়ার মধ্যে দৈনিক মজুরিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের ২ মাসের বকেয়া বেতন ও নিয়মিতদের ২ মাসের বকেয়া বেতন প্রদান করে ৫টি প্রভিডেন্ট ফান্ডের টাকা দ্রুত দেওয়া হবে। পাশাপাশি সম্ভব হলে নিয়মিতদের আরো ১টি বেতন দ্রুত দেওয়া হবে।
আন্দোলনকারীরা সোমবার রাত থেকেই তাদের লাগাতার কর্মবিরতি থেকে সরে গিয়ে কাজে যোগদান করার বিষয়ে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএস/জেডএস