বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৩৬তম আইপিইউ সম্মেলনের পাশেই বাণিজ্য মেলার মাঠে ৫২টি স্টল নিয়ে করা হয়েছে আইপিইউ মেলা। এবারের সম্মেলনে আইপিইউ সদস্য ভুক্ত ১৩৪টি দেশের সংসদ সদস্য স্পিকার, ডেপুটি স্পিকারসহ বিভিন্ন ফোরামের নেতা অংশ নিচ্ছেন।
বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য বিক্রির পাশাপাশি দেশকে ব্র্যান্ডিং করাই এ মেলার উদ্দেশ্য। মেলার গেটে প্রবেশ পথেই বাংলাদেশের অর্থকরি ফসল ধানের ক্ষেত, পাশেই বেগুন, লাউ, মরিচ, কপিসহ শাক সবজির বাগান করা হয়েছে।
আবার মেলার গেট দিয়ে প্রবেশ করলেই উত্তর দিকে দেখা যাবে আগারগাঁও তালতলা সরকারি স্কুলের প্রতিচ্ছবি। রয়েছে ব্রিজ, কালভার্ট। বাংলাশের মৃৎ শিল্প, কুটির শিল্প, তাঁত শিল্প তুলে ধরা হয়েছে এই মেলায়।
রোববার (২ এপ্রিল) বিকেলে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মেলায় ঘুরতে দেখা যায়। অনেকে আবার বাংলাদেশি ব্যাগ ও পাটের তৈরি বস্ত্র কিনে নিচ্ছেন। মেলার আরেক আকর্ষণ, প্রবেশ মুখেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের তারিখ সম্বলিত একটি প্যাভিলিয়ন। এখানে ২৫ মার্চের গণহত্যা, ২৬ মার্চের বাংলাদেশের স্বাধীনতা দিবস, ৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ বিভিন্ন দিবসের বর্ণনা দেওয়া হয়েছে।
এ থেকেও বিভিন্ন দেশের সংসদ সদস্যরা বাংলাদেশ সম্পর্কে ধারণা নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে এই মেলায়। তবে প্রচারণার অভাবে মেলা সেভাবে জমে ওঠেনি বলে জানান লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য রায়হান।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালনায় এ মেলায় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, নৃতাত্ত্বিক নিদর্শন, সংস্কৃতি ও বাংলাদেশে উৎপাদিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের সমাহার রয়েছে।
মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলোকে ব্র্যান্ডিং করা হয়েছে। এছাড়া মেলায় ওষুধ শিল্প, চামড়াজাত শিল্প, তৈরি পোষাক শিল্প, প্লাষ্টিক শিল্প, অলংকার সামগ্রী, পর্যটন, চা, তাঁত, টেরাকোটা, মৃৎশিল্প, মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী, দেশীয় কুটির শিল্প, ঢাকার ঐতিহ্যবাহী জামদানী শাড়ি, বইসহ বিভিন্ন ধরনের পণ্য সমন্বয়ে স্টল দেয়া হয়েছে।
এ মেলা আগামী ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। ১৩৬তম আইপিইউ সম্মেলনে আসা ডেলিগেট, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা মেলা পরিদর্শন করতে পারবেন। মেলায় মানি চেঞ্জিং এর ব্যবস্থাসহ ব্যাংকিং সুবিধা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
এসএম/জেডএম