এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সরোয়ার হোসেন রুবেল ও মো. ফরহাদ হোসেনসহ ৫ ছাত্রদল নেতা আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।
রোববার (০২ এপ্রিল) হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুল আলম হত্যার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে উপজেলা ছাত্রদলের ব্যানারে মিরসরাই সদরে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি সদর অতিক্রম করে বাদামতলী এলাকায় গেলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে আমি ও আরো ৫ ছাত্রদল নেতা আহত হয়েছেন। আহতদের তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেহেদী হাসান নামে এক ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসাইন বলেন, ছাত্রদল একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। তবে কেউ আটক হওয়ার বিষয় নিশ্চিত করেননি তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসএইচডি/জেডএস