রোববার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের অভিযোগ, হালিমা খাতুনের সঙ্গে থানার উপরিদর্শক (এসআই) মিজানের সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তবে পুলিশ বিষয়টি স্বীকার করেনি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আমরা জানি তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত এসআই মিজানকে পুলিশি নজরদারিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
টিআই