ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে আগুনে দগ্ধ নারী কনস্টেবলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
গৌরীপুরে আগুনে দগ্ধ নারী কনস্টেবলের মৃত্যু ময়মনসিংহ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে আগুনে দগ্ধ নারী কনস্টেবল হালিমা খাতুনের (২৫) মৃত্যু হয়েছে।

রোববার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টদের অভিযোগ, হালিমা খাতুনের সঙ্গে থানার উপরিদর্শক (এসআই) মিজানের সম্প্রতি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কিছুদিন ধরে মিজান নানাভাবে হালিমার সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়েই হালিমা নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করার চেষ্টা করেন।  

তবে পুলিশ বিষয়টি স্বীকার করেনি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আমরা জানি তিনি অগ্নিদগ্ধ হয়েছেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় অভিযুক্ত এসআই মিজানকে পুলিশি নজরদারিতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।