ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে যমুনায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
শিবালয়ে যমুনায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীতে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিক ধারণা করছে প্রশাসন।

রোববার (০২ এপ্রিল) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর নদীতে বেড়ানোর জন্য স্থানীয় ৫/৬ জন একটি স্পিডবোট ভাড়া করেন।

নদীতে এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার পর প্রচণ্ড বাতাসে স্পিডবোটটি ডুবে যায়।

এতে স্পিডবোটে থাকা যাত্রীরা নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।

ঘিওর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জুয়েল রানা জানান, খবর পেয়ে পাটুরিয়া নদী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।