ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পুতুলকে মন্ত্রিসভার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
পুতুলকে মন্ত্রিসভার অভিনন্দন মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পুতুলকে অভিনন্দন

ঢাকা: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের ‘চ্যাম্পিয়ন’ হিসেবে নির্বাচিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিশেষ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পুতুলকে এ অভিনন্দন জানানো হয়।

অটিস্টিক শিশুদের জন্য পুতুলের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সচেতনতা বাড়ানো, শিশুদের দুর্ভোগের জায়গাগুলো চিহ্নিত ও সমাধান করা এবং তাদের বাবা-মা ও যত্নকারীদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পতুলকে গত ১ এপ্রিল (শনিবার) সম্মাননা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সায়মা ওয়াজেদ পুতুল চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে তাকে অভিনন্দন জ্ঞাপনের প্রস্তাব করা হয় বলে জানান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ দায়িত্বের ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে অটিজম বিষয়ক জাতীয় নীতি ও কৌশল প্রণয়নে পরামর্শ সহায়তা দেবেন পুতুল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআইএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।