ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পহেলা বৈশাখের নিরাপত্তায় ডিএমপি’র ব্যাপক প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
পহেলা বৈশাখের নিরাপত্তায় ডিএমপি’র ব্যাপক প্রস্তুতি

ঢাকা: আসন্ন পহেলা বৈশাখে রাজধানীর রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সবার গতিবিধি মনিটরিংয়ে স্থাপন করা হবে ওয়াচ টাওয়ার। রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানের কন্ট্রোল রুম থেকে সমগ্র এলাকা সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক মনিটর করা হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন,  রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ারটারের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এমন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।   ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সভায় সভাপতিত্ব করেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে নববর্ষের বৃহৎ জনসমাগমস্থল রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সব সংস্থার সমন্বয়ে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রমনা পার্কসহ রাজধানীর অন্যান্য বর্ষবরণ অনুষ্ঠানের ভেতরে ও বাইরে ইউনিফর্মে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রত্যেক দর্শনার্থীকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে চেকিং করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

প্রতিবছরের মতো এবারো ডিএমপি’র সম্মানিত নাগরিকদের বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। অনুষ্ঠানস্থলে থাকবে পুলিশ ব্লাড ব্যাংক ও লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।

ইভটিজিং প্রতিরোধে থাকবে পুলিশের বিশেষ টিম।

এদিকে, নগরবাসীকে বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় কোন ধরনের ব্যাগ, পোটলা, মুখোশ, ছাতা, আগ্নেয়াস্ত্র, চাকু, ছুরি ইত্যাদি নিয়ে না আসার আহবান জনিয়েছেন ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
এসজেএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।