সোমবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়ির সামনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান, র্যাব-৯-এর অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সিলেটে অভিযানের পর মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চলানো হয়।
![প্রেস ব্রিফিং, ছবি: বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/RAB20170403193629.jpg)
আবুল কালাম আজাদ বলেন, প্রথমদিন ভবনের বাইরের ময়লা আবর্জনা সরানো হয় এবং ভেতরে নিচতলা থেকে দুই জঙ্গির মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়।
ভেতরে আরও কী কী আছে জানতে চাইলে তিনি বলেন, ভবনে জঙ্গিদের রেখে যাওয়া আইডি বা বিস্ফোরক এবং সেনা বাহিনীর ছোড়া অবিস্ফোরিত বোমা থাকতে পারে। পুরোটা সাফ না হলে এর বেশি বলা যাচ্ছে না।
অভিযানে অংশ নেন ঢাকা থেকে আসা র্যাব বোম ডিস্পোজাল টিম সদস্যরা। নেতৃত্বে ছিলেন লে. কর্নেল আরিফ।
কমান্ডোদের কারিশমায় খুশি জনতা
সীতাকুন্ড থেকেই জানা যায় আতিয়া মহলের কথা
নিহত চার জঙ্গির মধ্যে শীর্ষ নেতা মুসা রয়েছেন
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনইউ/আইএ