ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আতিয়া মহলে জঙ্গির দেহের ছিন্নভিন্ন অংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
আতিয়া মহলে জঙ্গির দেহের ছিন্নভিন্ন অংশ আতিয়া মহল, ছবি: বাংলানিউজ

সিলেট: আতিয়া মহলের নিচতলা থেকে দুটি মরদেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও কোনো বোমা, বিস্ফোরক উদ্ধার করা যায়নি।

সোমবার (০৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই বাড়ির সামনে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান, র‍্যাব-৯-এর অধিনায়ক লে. কর্নেল আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সিলেটে অভিযানের পর মৌলভীবাজারে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চলানো হয়।

ওদিকে ব্যস্ত থাকায় আতিয়া মহলে বিস্ফোরক উদ্ধারসহ পরিষ্কার করা সম্ভব হয়নি।
প্রেস ব্রিফিং, ছবি: বাংলানিউজপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে র‍্যাবকে আতিয়া মহল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। এ কারণে সোমবার সকাল থেকে ভবনে উদ্ধার ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় বলে জানান তিনি।

আবুল কালাম আজাদ বলেন, প্রথমদিন ভবনের বাইরের ময়লা আবর্জনা সরানো হয় এবং ভেতরে নিচতলা থেকে দুই জঙ্গির মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয়।

ভেতরে আরও কী কী আছে জানতে চাইলে তিনি বলেন, ভবনে জঙ্গিদের রেখে যাওয়া আইডি বা বিস্ফোরক এবং সেনা বাহিনীর ছোড়া অবিস্ফোরিত বোমা থাকতে পারে। পুরোটা সাফ না হলে এর বেশি বলা যাচ্ছে না।

অভিযানে অংশ নেন ঢাকা থেকে আসা র‍্যাব বোম ডিস্পোজাল টিম সদস্যরা। নেতৃত্বে ছিলেন লে. কর্নেল আরিফ।

কমান্ডোদের কারিশমায় খুশি জনতা
সীতাকুন্ড থেকেই জানা যায় আতিয়া মহলের কথা
নিহত চার জঙ্গির মধ্যে শীর্ষ নেতা মুসা রয়েছেন

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।