ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক খলিলের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সাংবাদিক খলিলের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন সাংবাদিক খলিলের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: মানবাধিকারকর্মী ও সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে ডাকাতির মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝালকাঠির সাংবাদিক সমাজ।

মানববনন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহ-সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক ইলিয়াছ সিকদার ফরহাদ, নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, ঝালকাঠির রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলম সুমন, সময়ের বার্তার বার্তা সম্পাদক মেহেদী হাসান।

মানববন্ধনে খলিলের বাবা মোশারেফ মৃধা, স্থানীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা সাংবাদিক খলিলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

খলিলুর রহমান মৃধা জেলার নলছিটি উপজেলার দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি। ষড়যন্ত্রমূলকভাবে একটি প্রভাবশালী মহল তাকে এ মামলায় জড়িয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

২০০৭ সালে নলছিটিতে একটি ডাকাতি মামলায় সাংবাদিক খলিলুর রহমানকে ঝালকাঠির সিআইডি পুলিশ গত ২৮ মার্চ গ্রেফতার করে। মামলার এজাহারে নাম লেখা খলিল। বাবার নাম অজ্ঞাত। গ্রামের নামেও ভুল। তবু সিআইডি পুলিশ খলিলুর রহমান মৃধাকে ওই মামলায় গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তার বাবা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।