ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধান শিক্ষকসহ ৩ জনকে পেটালেন আ’লীগ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
প্রধান শিক্ষকসহ ৩ জনকে পেটালেন আ’লীগ নেতা

রাজশাহী: স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজনকে পিটিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার ও তার লোকজন বিদ্যালয়টি প্রধান শিক্ষকের ওপর হামলা করেন। এ সময় তারা বিদ্যালয়টির অফিস কক্ষও ভাঙচুর করেন।

হামলায় আহতরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন (৫৫), সহকারী শিক্ষক (শরীর চর্চা) সাইফুল ইসলাম (৪০) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছেলে রবিউল ইসলাম (৪২)। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ে ক্লাস চলাকালে আব্দুল মজিদ সরদার তার দলবল নিয়ে হামলা চালায় এবং বিদ্যালয়ের অফিস কক্ষ ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর শাহ। প্রধান শিক্ষক মকবুল হোসেনকে বাঁচাতে গেলে তার ছেলে রবিউলকে ছুরি দিয়ে আঘাত করে হামলাকারীরা।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, মজিদ সরদার তার লোকজন নিয়ে স্কুলে ঢুকে হামলা চালিয়েছে বলে আহতরা অভিযোগ করেছেন। খবর পেয়ে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ যাওয়ার আগেই মজিদ ও তার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।  

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।  

প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি দাবি করলেও বিকেল পর্যন্ত এ ঘটনায় দুর্গাপুর থানায় কোনো মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসএস/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।