ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
পাবনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার (৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল এলাকার রিপন ও রবিন পরিচয়ে দুই বন্ধু কাশিনাথপুরের শান্ত আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন।

বুধবার দুপুর পর্যন্ত ওই কক্ষ থেকে কেউ বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়।

পরে তারা থানায় খবর দিলে পুলিশ হোটেলে গিয়ে ওই কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, নিহত যুবক রিপন নাকি রবিন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ওই কক্ষে থাকা অপর যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না।   ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্তের পাশাপাশি নিহত যুবকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দারা বাংলানিউজকে জানান, উপজেলা পর্যায়ে হোটেল গুলোতে বিশেষ করে হাটবারের দিন বিভিন্ন জায়গা থেকে মালামাল কিনতে ব্যবসায়ীরা আসেন। কম খরচে হোটেলগুলোতে তারা অবস্থান করেন। হোটেলগুলো নিয়ম অনুযায়ী পরিচালনা হয় না। এছাড়া অসামাজিক কার্যকলাপও হয়ে থাকে বলে অভিযোগ এলাকাবাসীর।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।