ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আইপিইউ’র উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আইপিইউ’র উদ্বেগ ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে আইপিইউ’র উদ্বেগ- ছবি- দিপু ‍মালাকার

বিআইসিসি থেকে: আওয়ামী লীগের জনসভায় ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার ধীর গতি নিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ  উদ্বেগ প্রকাশ করেছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তদের দায়ী করে শাস্তি দেওয়া হয়নি।এনিয়ে আইপিইউর চলমান সেশনে উদ্বেগ জানিয়ে পরে সময় সময় আপডেট দিতে বলেছে।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ১৩৬তম আইপিইউ সম্মেলনের শেষ দিনে আইপিইউ’র গভর্নিং কাউন্সিল এ সংক্রান্ত একটি প্রতিবেদন গ্রহণ করেছে। প্রস্তাবটি গ্রহণের পর মিডিয়া সেন্টারে আইপিইউ’র ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান্স’-এর সভাপতি ফৌজিয়া কুফি একথা জানান।

গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, কমিটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে ২১ আগস্টের গ্রেনেড হামলার পর ১২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মূল পরিকল্পনাকারী আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হয়নি।

কমিটি আশা করছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে করা ওই হামলার মামলাটির  সুষ্ঠু ও আশু নিষ্পত্তি হবে। একই সঙ্গে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির আশাও প্রকাশ করেছে।

আইপিইউ’র ‘কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান্স’ বিশ্বের বিভিন্ন দেশের এমপিদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করে।

কমিটির সভাপতি আফগানিস্তানের সংসদ সদস্যে ফৌজিয়া কুফি বলেন, আমাদের কমিটিতে বাংলাদেশের পক্ষ থেকে বিষয় দুটি জানানো হয়েছে। আমরা জেনেছি দুটো বিষয়ই বিচারাধীন। কমিটি আশা করছে, মামলা দুটির ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল’ হবে।

ফৌজিয়া বলেন, কমিটি বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রীর পরিবার এবং অভিযুক্তদের মামলাটির বিষয়ে সময়ে সময়ে যথাযথভাবে অবহিত করতে বলেছে।

কমিটির গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বিলম্বিত বিচার বিচারহীনতার সামিল। কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া এই ঘৃণ্যতম অপরাধের জাতীয়-আন্তর্জাতিক মানের বিচার দ্রুত হওয়া উচিত।

 বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ) এ বিষয়টি পর্যবেক্ষণে রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়েও আইপিইউ’র এই কমিটি মামলাটির অগ্রগতি নিয়ে আলোচনা করবে।

গৃহীত প্রস্তাবে আরও বলা হয়, এই মামলায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন বিদেশে পালিয়ে আছে। এদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।  

আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং জানান, বিভিন্ন দেশ থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগের ভিত্তিতে কমিটি বিষয় ‘কেস’ নিয়ে আলোচনা করে। কোনো দেশে কোনো আইনপ্রণেতার মানবাধিকার লঙ্ঘন হলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে ওই এমপির মানবাধিকার রক্ষার বিষয়ে তারা কথা বলেন।

বাংলাদেশ সময়:১৮২৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।