ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমতাজ (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নারী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সামাদ হোসেনের স্ত্রী।

তিনি পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।

মৃত নারীর জামাতা জসিম মিয়া জানান, যাত্রাবাড়ী কাজলা ব্রিজ বিদ্যুৎ অফিসের পাশে একটি বাড়িতে তার শাশুড়ি পরিবার নিয়ে ভাড়া থাকেন। বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টির শুরু হলে তিনি বাসার লোহার গেট বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।