ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বীরগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ বীরগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

দিনাজপুর: দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই মাইক্রোবাসের চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই চালকের সহকারী উজ্জ্বল।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে বীরগঞ্জ উপজেলার চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনা জানিয়ে বাংলানিউজকে বলেন, দিনাজপুর থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় পথে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাছে চাকাই এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় পত্রিকা বহনকারী একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় মাইক্রোবাস চালক সেলিম ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া দুর্ঘটনায় আহত সহকারী উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় বীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্র থেকে বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান ওসি আবু আক্কাস।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।