বুধবার (৫ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক নান্নু মণ্ডল জানান, বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তারাশিমা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার কর্মী নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল ওই বাসটি।
আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এএটি/আরআই