ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভারত থেকে ফিরলো সেনাবাহিনীর সাইকেল ৠালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ভারত থেকে ফিরলো সেনাবাহিনীর সাইকেল ৠালি ভারত থেকে ফিরলো সেনাবাহিনীর সাইকেল ৠালি-ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সোহার্দ্যপূর্ণ মনোভাব জোরদারে ভারত যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেল ৠালি দেশে ফিরে এসেছে।

বুধবার (০৫ এপ্রিল) দুপুর ২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরে আসেন সাইকেল ৠালিতে অংশ নেওয়া দলটি।

বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সাইকেল শোভাযাত্রা সোমবার (০৩ এপ্রিল) কলকাতায় ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দফতর ফোর্ট উইলিয়ামে গিয়ে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আসফাক চৌধুরী।

ফোর্ট উইলিয়ামে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।

এর আগে গত ২২ মার্চ আগরতলা থেকে সাইকেল ৠালির যাত্রা শুরু হয়। পরে ঢাকা, খুলনা, ফরিদপুর ও  বেনাপোল হয়ে কলকাতা পৌঁছায় ৠালিটি।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ সদস্য ও ভারতীয় সেনাবাহিনীর ১৮ জন সদস্য অংশ নেয়।

জানা যায়,  দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা শেষে সেনাবাহিনীর এই যৌথ সাইকেল ৠালির সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন এ ধরনের একটি পদক্ষেপ দুই দেশের সরকার ও সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সোহার্দ্যপূর্ণ মনোভাব আরো জোরদার করতে বড় ধরনের ভূমিকা রাখবে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ওয়াহাব বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ফেরত আসার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএইচ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।