ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শহীদুল্লাহ হলের পুকুরে তলিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
শহীদুল্লাহ হলের পুকুরে তলিয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুর গোসল করতে নেমে পানিতে তলিয়ে বায়জিদ বোস্তামি (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বায়জিদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক বাংলানিউজকে জানান, বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে খবর পেয়ে ফায়ায় সার্ভিসের একটি ডুবুরি দল পানির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে রাত পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা জানান, বায়জিদ বন্ধুদের সঙ্গে সাঁতারের প্রতিযোগিতায় নামে। তার বন্ধুরা সাঁতরে কূলে উঠতে পারলেও সে পারেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, ওই পুকুরে সাঁতার কাটা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বায়জিদ ওই হলের শিক্ষার্থী হয়েও পুকুরে নেমেছিলো। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলের সচেতনতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএস/এসকেবি/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।