ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেট বিভাগকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সিলেট বিভাগকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন

সিলেট: সিলেট বিভাগকে দুর্গত এলাকা ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে হাওর রক্ষা আন্দোলন পরিষদ।

সাত দফা দাবির মধ্যে রয়েছে- কৃষকদের পূনর্বাসন, ১০ টাকা কেজি দরে চাল প্রদান, বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান, পাঁচ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ, সহজ শর্তে কৃষিঋণ প্রদান এবং পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

বুধবার (০৫ এপ্রিল)  বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা হাওর অঞ্চল মন্ত্রণালয় গঠন, পূর্ণাঙ্গ হাওর বোর্ড সিলেটে স্থাপন ও কার্যক্রম চালু, ভরাট নদী-নালাগুলো খনন এবং হাওরাঞ্চলের জলাশয়গুলোকে উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।

একই সঙ্গে হাওর অঞ্চলের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার গৃহীত হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

৭ দফা দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর কর্মসুচি ঘোষণারও হুঁশিয়ারি উচ্চারণ বক্তারা।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী, সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এমএম রউফ পল্লব, সংগঠনের সদস্য বিশ্বম্ভরপুর সমিতি, সিলেটের সাধারণ সম্পাদক প্রভাষক জামাল হোসেন, দেলওয়ার হোসেন তালুকদার, প্রভাষক দুলাল আহমদ, প্রভাষক ইন্তাজ আলি, প্রভাষক জহুরুল ইসলাম প্রমুখ।

সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও বিভিন্ন অঞ্চলের হাওরবাসী মানববন্ধনে এসব দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এন্ইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।