ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

চাঁদপুর: মন্দির কমিটি নিয়ে বিরোধের জেরে চাঁদপুরের হাজীগঞ্জ শ্রী শ্রী জিউয়র আখড়া মন্দির এলাকার দুইশ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে পরবর্তী পাঁচদিনের জন্য এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুর রহমান মজুমদার।

মন্দির কমিটির সদস্যরা জানান, মন্দির কমিটি নিয়ে বেশ কয়েক বছর ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

কমিটি নিয়ে মামলা রয়েছে। বুধবার বিকেলে মন্দির প্রাঙ্গণে বাৎসরিক হরিনাম কীর্তন শুরু করার প্রস্তুতি নেয় একটি পক্ষ। পাঁচদিনের এই আয়োজনে অপর পক্ষ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।