ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
 ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

মেহেরপুর: ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৭ পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান।

এসময় বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী প্রমুখ।

১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।