বুধবার (৫ এপ্রিল) দুপুরে চরপার্বতী এএসসি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুর থেকে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বজ্রপাতও হচ্ছিলো। ২টার দিকে চরপার্বতী এএসসি উচ্চ বিদ্যালয়ের ভবনের ওপর একটি বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ওই ভবনে থাকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এতে আতঙ্কিত হয়ে অন্তত ৩৫ শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বজ্রপাতে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা অচেতন হয়ে পড়েছিলো। অনেক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চরপার্বতী এএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/