ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
দৌলতপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ

মানিকগঞ্জ: কৃমিনাশক ওষুধ খেয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির ৮ স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (৫ এপ্রিল) উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা ও বাকি ছয়জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বৈরাগী গ্রামের মজিবুর রহমানের মেয়ে সাথী (১২), কাকনা গ্রামের তৃষা (১২), একই গ্রামের লিটন মিয়ারর মেয়ে সোনিয়া আক্তার (১২), বৈরাগী গ্রামের হোসেন আলীর মেয়ে হাসিনা আক্তার (১২), বড় হাতকোড়া গ্রামের দারোগা আলীর মেয়ে রিয়া (১৩) ও ধামশর এলাকার খোরশেদ মিয়ার মেয়ে সুইটি (১২)।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা শঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।