একইসঙ্গে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী লঞ্চের ক্ষেত্রেও রাতে এ নির্দেশনা বলবৎ থাকবে।
বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু।
তিনি জানান, পরবর্তী নির্দেশ ও আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা পৌনে ৭টায় কালবৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিলো ৫৯ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঝড়ে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছে।
এদিকে ঝড় শুরু হওয়ার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বরিশাল নগরী।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএস/জেডএস