ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সুবর্ণচরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিউদ্দিন সেলিম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (০৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন সেলিমের বাড়ি একই ইউনিয়নের হাজীপুর গ্রামে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, বিকেলে মোটরসাইকেলে ছমিরহাট বাজারের দিকে আসছিলেন সেলিমসহ দুইজন। এসময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চার আরোহী আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে সেলিমের অবস্থার অবনতি হওয়ায় পরে সেলিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।