বুধবার শেষ বিকেলে আশিদ্রোন ইউনিয়ন পরিষদের জিলাদপুর গ্রামের ১৪১ নং সেতু এলাকায় গিয়ে দেখা যায়, সেতুর তিনটি স্থান দেবে গেছে। এই সেতুটি স্থানীয়ভাবে ‘ভয়িসমারা পুল’ হিসেবে পরিচিত।
তবে সন্ধ্যা পৌঁনে ছটা পর্যন্ত এখানে রেল বিভাগের কোনো দায়িত্বরত প্রকৌশলী বা কর্মকর্তাকে পাওয়া যায়নি। এমন কি তাৎক্ষণিক মেরামতের কাজটিও শুরু করা হয়নি তখনও।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক শ্রমিক বাংলানিউজকে জানান, প্রায় দু’মাস ধরে এই সেতুটি মেরামতের কাজ চলছে। এই মেরামতের মধ্যেই আমরা বিভিন্ন ট্রেনকে যাতাযাতের ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু দু-দিনের অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রবল চাপে এই সেতুটি থেকে ‘সিসি ক্লিপ’ সরে গিয়ে ডেবে গেছে।
তিনি আরো বলেন, আমরা বিকল্প উপায়ে ৩/৪ ঘণ্টার মাঝে ট্রেন চলাচল পুনরায় চালু করে দিতে হয়তো পারতাম। কিন্তু পাহাড়ি ঢলে আবার তা ক্ষতির মুখে পড়তো। তাই ঝুঁকিমুক্তভাবে যাতে করে রেল চলাচল করতে পারে সে লক্ষ্যে একটু সময় বেশি নিয়েই মেরামতের কাজটিতে হাত দেয়া হবে।
‘কবে ট্রেন চলাচল সম্ভব হবে’- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরের আগে ট্রেন চলাচল সম্ভব হবে না।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, বুধবার রাতে ট্রেন চলাচল সম্ভব নয়। আগামীকাল বৃহম্পতিবার হয়তো চালু হবে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বিবিবি/ জেডএম