ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৫ জুয়াড়ি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
রাজবাড়ীতে ৫ জুয়াড়ি কারাগারে

রাজবাড়ী: রাজবাড়ীতে জুয়া খেলার সময় আটক পাঁচ জুয়াড়িকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলেন- রাজবাড়ী জেলা সদরের মজলিশপুর গ্রামের মনছের মণ্ডলের ছেলে আব্বাস মণ্ডল, মৃত ময়জদ্দিন শেখের ছেলে আলাউদ্দিন শেখ ও তার ভাই আফজাল শেখ, বড় রঘুনাথপুর গ্রামের আব্দুল মোল্লার ছেলে জিন্না মোল্লা ও একই গ্রামের মনসুর আলী মোল্লার ছেলে কালাম মোল্লা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার মিয়া বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রাম থেকে জুয়া খেলার সময় ওই পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ তিন হাজার ১১০ টাকা ও তাস জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।