এর আগে বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়া ও নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থাকায় বরিশাল থেকে ঢাকাসহ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটএ'র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, আকাশ পরিষ্কার থাকায় ও আবহাওয়ার উন্নতি হওয়ায় রাত ৯টার দিকে লঞ্চগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা পৌনে ৭টায় কালবৈশাখী ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিলো ৫৯ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ঝড়ে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হচ্ছে।
এদিকে ঝড় শুরু হওয়ার পর থেকে বরিশাল নগর প্রায় একঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এমএস/এমজেএফ