ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফের আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ফের আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম

ঢাকা: আবারও আইএসপিএবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমবার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আমিনুল হাকিম। মঙ্গলবার সব প্রক্রিয়া শেষে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তিনি সংগঠনটির কর্ণাধারের দায়িত্ব পেলেন।

বুধবার সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) হলো বাংলাদেশের ইন্টারনেট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।

অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অপটিম্যাক্স কমিউনিকিউশন লিমিটেডের এমদাদুল হক।

জানা গেছে, গত ২৮ মার্চ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৭ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায়   নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের নেতৃত্ব দেন আবদুর রাজ্জাক।

পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ চূড়ান্ত করে ৪ এপ্রিল ফল ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি- লিঙ্ক থ্রি টেকনোলজিস লিমিটেডের এফ.এম. রাশেদ আমিন, সহ-সাধারণ সম্পাদক-  মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ- আলো কমিউনিকেশনস লিমিটেডের সুব্রত সরকার শুভ্র।

পরিচালক নির্বাচিত হয়েছেন এডিএন টেলিকম লিমিটেডের খন্দকার মোহাম্মদ আরিফ ও রেস অনলাইন লিমিটেডের মো. কামাল হোসেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।