বুধবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ রুয়েট সিভিল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বাংলানিউজকে জানান, কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ রেলগেট এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন আরিফ আহসান সজিব।
কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন আরিফ আহসান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রেন আসলেও সজিব খেয়াল করেন নি। স্থানীয়রা তাকে সরে দাঁড়াতে চিৎকার করলেও তিনি তা শুনতে পারেন নি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসএস/জেডএস